সুখ ও দুঃখ ভালো মন্দ
নিয়েই জীবন ধারা,
বিঘ্ন বিপদ আসলে পরে
না হও ধৈর্য হারা।
চলার পথে নামলে আঁধার
অপেক্ষাতে থেকো,
আঁধার শেষে ফুটবে আলো
সদা মনে রেখো।
থমকে যদি যায় গো জীবন
কালের কঠিন ঘাতে,
হতাশায় না ডুবে তখন
থাকবে ধৈর্য সাথে।
মননটাকে রাখলে শক্ত
যতই আসুক বাধা,
সময় সাথে দূর হবে সব
কাটবে সকল ধাঁধা।
জীবন নদে উঠলে তুফান
দুললে ভীষণ তরী,
ধৈর্য ধরে চলবে তবু
হালটি শক্ত ধরি।