যা লেখা হয়নি আজও , অথচ ভেবেছি
হয়তো আড়াল খুঁজেছে তারা , অক্ষরে আসেনি ।
দাউদাউ আগুনের মতো আশ্চর্য উলঙ্গ হতে
দীর্ঘ দমের প্রতিভা দৃঢ় দরকারী ।
কারা যেন গেঁথে যায় মনের মাদারী পালে
সার সার সামাজিক শান্তি তরবারী ।
কত ইচ্ছে মরে গেছে নিরাকার নীলে ।
যতটা বাঁচার ছিলো মুক্ত মাচানে
বনসাই কাঁচি এসে কৃপণ করেছে ।
তাইতো পেতেছি পাশা চন্ডীর মন্ডপ চালে
স্বঘোষিত নীতিধর মুক্তিপায়ী তন্ত্র জানে না ।
হৃদয়ের হিমশিলা পেটের ভিতরে
গিজগিজ গুঁজে যাবো অলেখা সংলাপ স্মৃতি সুখ ।
অপটু চুল্লী নোলা নিশ্চিত নতজানু হবে
উত্তাপে গলে’ যাওয়া অব্যয় নাভি সংগমে ।
আড়ালের স্মৃতি স্বাদে মৃত ইচ্ছেরা
উচ্ছল উড়ে যাবে সম্পূর্ণ জীবনের জিনে ।
অনন্তর
অশেষ আনন্দ ঘুমে আকর্ণ হাটখোলা হবো ।