চৈতালী চাঁদ তোমার ছোঁয়ায় কাতর প্রিয়া
রাত্রি জাগে প্রেমের আশা,
পিয়াসী মন মিলন কথা অন্তর জুড়ে
গন্ধে ভাসে তাজা খাসা।
পাশে থেকো চুপকথা ও রূপকথারা
গল্প গাথা করব দোঁহে,
জ্যোৎস্না মাখা আলোর বন্যা ভেসে আসে
ছাপিয়ে দেয় প্রেমের মোহে।
আমার প্রেমিক আসবে কবে সুদূর থেকে
জ্যোৎস্না চাঁদের আলো ভরে,
হৃদয় জুড়ে অপূর্ব এক ছবি আঁকা
প্রেমিক থাকে হৃদয় ঘরে।
চৈতালী চাঁদ ভালোবাসি তোরই মায়া
একলা রাতে করে খেলা,
বিলি কাটে চুলের ফাঁকে এলো মেলো
পরশ ছোঁয়া দেয় যে মেলা।
স্নিগ্ধ সুধা তৃপ্ত পানে চকোর দ্বয়ে
ছড়ায় কেমন চাঁদের হাসি,
চৈতালী চাঁদ দোরে এসে কড়া নাড়ে
নাওগো মেয়ে রাশি রাশি।
মুখে আমার চৈতালী চাঁদ স্বপ্ন বোনে
ঘোড়ায় চেপে যাবো উড়ে,
সাত সমুদ্দুর পার টি করে প্রেমীর কাছে
পক্ষীরাজে ঘুরে ঘুরে।