অহেতুক পরিবেশ দূষণ কিংবা এডস্ এসবে না মাথা ঘামিয়ে আসুন বুলাদি লুডো খেলি ।
মানুষ এখন হাসতে টিভিতে ভাঁড়ামো দেখে ,
কান্না দেখতে সিরিয়ালে ভালো চরিত্রের সততা উপভোগ করে ,
আদর্শ থাকে পাঠ্য বই এ আর কেউ ভালো থাকে না ,
ভান করে – সংবাদপত্রে সংবাদ নয় বিঞ্জাপন দেখি ,
আড্ডায় পি এন পি সি আর কেচ্ছাচর্চা ও ফাঁকতালে বাতেলা প্রতিযোগিতা ।
লঘু , গুরু , সম্মান – অসম্মান সব গুলিয়ে গেছে ,
তেলিয়ে , ঠকিয়ে ,ভয় দেখিয়ে একদল কামিয়ে যাচ্ছে অন্যরা মুখে বুড়ো আঙুল চুষছে আর দাঁত কেলাচ্ছে ।
মেয়েরা মেকাপ করতে সময় নিক ,
ছেলেরা তা তারিয়ে তারিয়ে দেখুক ,
সৈন্যরা দেশের জন্য যুদ্ধ করুক , রাজনীতিবিদরা জলঘোলা ।
পাচুরা চা করুক দোকানে ,
টনিরা ইংলিশ মিডিয়ামে পরুক আর দুনম্বরিকে সেলাম ,
ভালোকে অবঞ্জা ,
যে ডুবছে ডুবুক আমরা চোখ বুঝে থাকি তাই দেখতে ভুলে যাই সামনে পচাডোবা আছে নষ্ট হয়ে যাওয়া এই সমাজের ।
অভাবে আমার স্বভাব খারাপ , তাই বাজে কথাই লিখি , স্বজনহীন ,বন্ধুহীন , বিবেকহীন এই সমাজে শব্দখোঁচা রাখি ।