আজ সবার জন্য খোলা অবারিত দ্বার ।
নতুন আসবে নিয়ে সুখের সম্ভার ।
অতীতটা ও ছিল ভালো, তবু তার বিদায় ।
কালের নিয়মেই বর্তমানও একদিন, স্মৃতি হয়ে যায় ।
আগত সন্ধিক্ষণে, আজ মোরা রাতে ,
প্রবীণকে সঙ্গে নিয়েই, মিলবো নবীনের সাথে ।
পিছনের ঘটনা কিছু এই বক্ষে রবে ।
দুঃখেও হাসি মুখ নিয়ে, মিলব মোরা সবে ।
আবার গতানুগতিক বইবে এ জীবন ।
সুখের মুহূর্তগুলো স্থায়ী কিছুক্ষণ ।
আলো জ্বেলে, কেক কেটে ,
কিছু চাহিদা কী মেটে !
তবু যেটুকুই পাই, সেটুকুই নেব লুটে ।
সুখ – দুঃখ যাই আসুক, যাব মোরা ছুটে ।