পুরাতন বর্ষ বিদায় নিলে নববর্ষ আসে
মনের মাঝে ছবি আঁকি আশার ফুলে রাশে।
যাকিছু সব বিফলতা দুঃখ ব্যথা ঝেড়ে,
নববর্ষে বরণ করি আনন্দে ঘাড় নেড়ে।
কল্পনাতে রঙিন স্বপ্ন হাসে পাপড়ি মেলে
শান্তি সুখে কাটবে জীবন সকল বাধা ঠেলে।
বোধের পরশ নিয়ে মনে চলবো জীবন মাঝে
প্রয়োজনে শিক্ষা নেবো জ্ঞানী জনের কাছে।
গুরুজনে স্নেহ ভরে দিশা যদি দানে
অবহেলা করবো নাকো মানবো মনে প্রাণে।
ভেদ বৈষম্য জাতি ধর্মের মিথ্যে লড়াই করে
বিবেক বলি দেবো নাকো মিথ্যে মোহে পড়ে।
দেশের জাতির উন্নয়নে থাকবো সবার সাথে
গরিব দুঃখীর পাশে রবো হাতটি ধরে হাতে।
নববর্ষে বরণ করবো প্রীতি ভরা মনে
সবার হিতে ব্রতী থাকবো শপথ রাখার সনে।
বিশ্বজুড়ে সব বাঙালি নববর্ষের দিনে
উল্লাসেতে বরণ করে মনে খুশির বীণে।
ভুল ভ্রান্তি যা কিছু সব যাব সবাই ভুলে
জীবনটাকে সাজাবো ভাই ভালোবাসার ফুলে।