কবিতার খাতায় জমা ধুলোগুলো
ঝাড়ার হয়েছে সময়,
বৃষ্টি ভেজা সোনালী মুহূর্তগুলো
আবার হৃদয় ছোঁয়।।
মুক্ত আকাশে বৃষ্টির অবগাহনে
আবার বেরিয়ে যাব,
রোদ পোহানো শীতের দুপুরে
হাসির ফোয়ারা তুলব।
পাষাণের স্নেহধারায় তুষারের বিন্দু
কাব্যে খোঁজে ছন্দ,
সাগর তরঙ্গের নব হিল্লোলে
হৃদয়ে জাগে আনন্দ।।
ফেরিওয়ালার ডাকে ব্যস্ত গলিপথ
নবজীবনের গল্প শুনবো,
আঁকাবাঁকা বর্ণগুলো স্পর্শ করে
নতুন কবিতা বুনব।।