আমি ভেবে দেখিনি কিছুই,
চারিদিকে শুধু খুড়োর কল দেখি ,
মিথ্যার বেসাতির মধ্যে কোন আন্দোলন চোখে
পড়েনি ,চোখে পড়েনি ভালোবাসার মধ্যে দিয়ে
জেগে ওঠা, এই রক্তাক্ত সময় সারা শরীরে
মাটি মেখে কংক্রিটের জঙ্গলে নদী খুঁজতে এসেছি।
চোখের জলের নদী নিয়ে প্রকৃতি হারিয়ে গেছে
ধান্দা উপত্যকায়,
তারপর থেকে চোরা স্রোত টের পাই ,
কিন্তু নদীটা খুঁজে পাই নি,
লোকে তাকে উপহাস করে ,
আমি তাকে ময়ুরাক্ষী বলি।
আমি ভেবে দেখিনি কিছুই ,
আমি মরে গেলে কি
কিছুই চিহ্ন রেখে গেলাম না,
আমিও কি নদীর মতো হারিয়ে যাবো
মিথ্যার বেসাতির মধ্যে থাকা
নিঃসঙ্গ এক কাব্য পথিক ।