উলঙ্গ হাওয়ায় যতই ছুঁড়ি
হাত-পা আর সারা দেহ
একজনও আসে না কাছে
দেখায় না মায়া-দয়া কেহ।
ভেঙে পড়ে বাড়ী ঘর সব
মনের দুয়ার দালান
ভেতরেই তখন উঠছে বলে
‘এই মহল থেকে পালান’।
পালিয়ে আমি যাবটা কোথা
কাছেপিঠে নেই যে মিত্র
ভাবগতিক স্বাভাবিক নয়
বুঝে গেছে ভীরু ভৃত্য।
নগ্ন হাওয়ায় দূষিত দশা
ভাবনায় জাগে আলোড়ন
গণ্যমান্যের সড়ক ভুলে
মানতে ব্যস্ত অনুকরণ!