ধূসর পৃথিবী, বালুতটে চোরাবালি ।
গৃহহীন পাখ – পাখালি ।
কারণ, শুষ্ক মৃতপ্রায় গাছ – গাছালি ।
তৃণভূমি অদৃশ্য ,
মৃত্যু বার্তায় উদ্বিগ্ন বিশ্ব ।
বন্ধ্যা ভূমি সন্তানহীনা নিঃস্ব ।
তেষ্টায় ওষ্ঠাগত প্রান ।
কোকিল গাইছে বিয়োগের গান ।
অসময়ে প্রানের প্রস্থান ।
দূর্যোগ শুরু, নেই পরিত্রাণ ।
তবু বেঁচে আছি , ভবিষ্যতের দিকে তাকিয়ে ।
যদি কেউ আসে সুসংবাদ নিয়ে ।
কিন্তু এটা বোধহয় দুই যুগের সন্ধিক্ষণ ।
ধ্বংস নিশ্চিত , মহাদেবের পন ।
কেউ বাঁচবে না, মরন অবশ্যম্ভাবী ।
দীর্ঘশ্বাসে ক্লান্ত, মায়া ছিঁড়েছে নাভি ।