চোখ বুজে দেখি বসে আছো একি ধ্যানমগন ধূর্জটি,
মনে মনে ভাবি আমি কিযে দেখি কারে ধ্যানে পাও হে পিনাকী।
সেকি তবে এই পৃথিবীর মায়া কায়া জুড়ে থাকে সেকি!
মায়াময় এই সংসার টানে তোমাকেও টানে নাকি!
কারে পাও ধ্যানে সেকথাই ভাবি কার ধ্যানে বসে যাও,
তুমিতো দেবেরও দেবতা সে জানি কারে ধ্যানে তুমি চাও।
দিয়েছো যে তুমি আপনা বিলায়ে অমৃতই ছেড়ে দিলে,
দেবতা দানব প্রাণপণ লড়ে যে অমৃত পাবে বলে।
অমৃতে তোমার নাই প্রয়োজন তুমি যে মৃত্যুঞ্জয়,
কত অভাগারে বাঁচিয়েছ তুমি দিয়েছো শেষ আশ্রয়।
দেবতা দানব যে তোমারে স্মরে তারে করো অক্ষয়,
শরণাগতকে আশ্রয় দানে তুমি দেব অব্যয়।
তবু বসো ধ্যানে জানিনা কেমনে পূজিব দেবেশ্বর,
মহিমা তোমার চির ভাস্বর তুমি অজর অমর।
যতো প্রাণী কুল হয় যে আকুল তোমাকেই পেতে চায়,
শিবাশিস নিয়ে এ তিন ভুবনে সবে মাগে বরাভয়।
প্রণমী তোমারে হে মহা দেবতা প্রণাম তোমার পায়,
রক্ষা করো হে দেবেরও দেবতা দূর করো মহাভয়।