আঁটুল বাঁটুল বামন দুজন
করে ধানের চাষ,
চাষাবাদে জীবন কাটে
খাটে বারো মাস।
চারা যখন রোপণ করে
মনের মধ্যে ত্রাস,
ফলন যেন অধিক ঘটে
হয় না যেন ঘাস।
চারাগুলো বড় হলেই
দিচ্ছে সোনা ধান,
ঝাড়াই মাড়াই করার পরে
তন্ডুল ওরা পান।
আঁটুল বাঁটুল বামন দুজন
করে ধানের চাষ,
চাষাবাদে জীবন কাটে
খাটে বারো মাস।
চারা যখন রোপণ করে
মনের মধ্যে ত্রাস,
ফলন যেন অধিক ঘটে
হয় না যেন ঘাস।
চারাগুলো বড় হলেই
দিচ্ছে সোনা ধান,
ঝাড়াই মাড়াই করার পরে
তন্ডুল ওরা পান।