ধর্মে ধর্মে চলছে লড়াই
দালালরা রাস্তায়
ধর্ম গিয়েছে বেশ্যাখানায়
দারুন এক ব্যাবসায়
ধর্মের সেই নগ্ন দেহ
রাজনীতি দরজায়
অন্ধকারে চুক্তি করে
ভোটকে করতে জয়
আমরা সবাই বুদ্ধিজীবি
নীরব ভূমিকায়
অস্ফুটে যাই পাস কাটিয়ে
এড়িয়ে নিজের দায়
সত্যি বলো সভ্য সমাজ
এটাই কি তবে শিক্ষার পরিচয়?
চায়ের দোকান পড়ার মোড়ে
আউড়িয়ে সব বুলি
এক পা শুধু এগিয়ে গেলেই
সকল কথা ভুলি
কঙ্কাল সার এই নিয়মগুলো
বদলাবে আর কবে?
ধর্ম ভুলে মানুষ কবে শুধুই মানুষ হবে?
ধর্মের এই হানাহানি বন্ধ এবার হোক
ধর্ম ভুলে মানুষ এবার শুধুই মানুষ হোক
মানবতাই হোক ধর্ম বিশ্বের দরজায়
মানুষ শুধুই মানুষ এটাই হোক পরিচয়