ধর্ম হলো কর্তব্য রক্ষা করা
সবিতার গোধূলি আলোয় মইদুল জমির কাজ শেষ করে আলের পাশে বসে হাত-পা ধুয়ে হাতে পায়ে সরষের তেল বুলিয়ে নিচ্ছে। এমন সময় দেখে দূরে মেঠো রাস্তা দিয়ে ঝন্টু উধ্বশ্বাসে দৌড়াচ্ছে মেয়েকে কোলে নিয়ে।
ঝন্টু মইদুল একই গ্ৰামে থাকে। ছোটবেলায় খেলাধুলা করেছে একসাথে।এখন কাজের ব্যস্ততায় তেমন দেখা হয়না। মইদুল ভাবে , কিছু একটা হয়েছে মেয়ের! নিশ্চয় সাপে কেটেছে।
মইদুল সব ফেলে রেখে ঝন্টু ঝন্টু করে ডেকে পিছন পিছন ছুটতে লাগলো। অনেকটা পথ দৌড়ে ঝন্টুর কাছে পৌঁছে শুধায়, কি হয়েছে মেয়ের।
ঝন্টু বলে কুয়ো পাড়ে পড়ে মাথা ফেটে গলগল করে রক্তে ভেসেছে। অজ্ঞান হয়ে গিয়েছিল । ওর মা চোখে মুখে জলের ঝাপটা দিলে জ্ঞান ফিরে।
আমি দোকানে ছিলাম। খবর পেয়ে বাড়ি এসে দেখি অনেকটা ফেটেছে। তাই নিয়ে যাচ্ছি হাসপাতালে।
মইদুলও সাথে চললো।
সন্ধ্যা গড়িয়েছে। ডাক্তার দেখে সঙ্গে সঙ্গে স্যালাইন দিয়ে স্টিজ করে দেয় বটে কিন্তু রক্তের অধিক ক্ষরণে মেয়ের রক্তশূন্য অবস্থা। রাতের মধ্যেই রক্ত দেওয়া জরুরি প্রয়োজন।
ঝন্টু ভেবে পায়না, এত রাতে কোথায় যাবে! কে দেবে রক্ত!
মইদুল ডাক্তারকে জিজ্ঞাসা করে, কোন্ গ্ৰুপের রক্ত চাই। ডাক্তার বলে বি-পজিটিভ। মইদুল অমনি বলে, আমার রক্তটা একবার পরীক্ষা করে দেখেন তো ডাক্তারবাবু, মেয়েটার যদি কাজে লাগে। ডাক্তার পরীক্ষা করে দেখে বি-পজিটিভ ব্লাড গ্ৰুপ। মইদুল রক্ত দিলে মেয়ে বাঁচে।
ঝন্টু কৃতজ্ঞতা জানিয়ে খুশিতে কাঁদে।
কর্তব্য যে আসল ধর্ম মইদুলের কাজে তা প্রমাণিত হলো।