নই অর্জুন সব্যসাচী দুর্জয় ধনুর্ধর
নই সহস্র বলে বলীয়ান বৃকোদর।
নই সূর্য্যপুত্র বীরশ্রেষ্ট্র দানবীর কর্ণ
ধর্মপুত্র যুধিষ্ঠির, সত্য আমার বর।
আমি সংসারী ঋষি জনক
মোহমুক্ত আত্মা সুগন্ধি রুদ্ধ।
ভাগীরথ বংশীয় সংযমি কুরু নরেশ
ঘোর বিপত্তিতে নাহয় ক্রুদ্ধ।
সত্যের পূজারী অসত্যের যম,
কুরুক্ষেত্র যুদ্ধে ছল’এর প্রশ্রয়।
অশ্বথমা হত (অনুচ্চ) ইতি গজ
অস্ত্র ত্যাগ গুরু দ্রোনাচার্য, পঁচত্ব আশ্রয়।
আশায় পঞ্চপান্ডব সাথে দ্রৌপদী সশরীরে
স্বর্গে গমন! অগ্রে দ্রৌপদী পরে চারজন
অনুজ পাণ্ডব, যাত্রাপথে মৃত্যু বরণ।
শ্ব-রূপে ধর্মরাজ পথপ্রদর্শক, চাক্ষুষ নরক-দর্শন।