ধরি মাছ না ছুঁই পানি,
কলকব্জার কারিগরি আমরা কি আর জানি।
কতো ধানে কতো চাল আমরা কি আর গণি
সামনে প্রমাণ এসে গেলে কে হবে বদনামী।
দেখি নেমে গেছে জল চোখ কেন ছলছল
গোড়াকেটে শিরে পানি সব তো বেসামাল।
কে যে বলো ধরবে হাল সব তো বেসামাল
ন্যায় বিচারের কাঁচামাল হম্বিতম্বি করাল।
কার পাকা ধানে মই কার মুখে ফোটে খই
কে করে যায় হৈচৈ হালে পানি নাই।
যা ইচ্ছে তাই বলা যায় কে খোঁজ রাখে কে কার খায়
কার স্বার্থে কে করে খায় বোঝা বড়ো দায়।
নাভিশ্বাস তো উঠে যায় তবুও ভোট এসে যায়
ঠিক সময় না অসময় রাজা রানি হয়।
বিলাসিতা কে করর যায় মুখে বলি ন্যায় অন্যায়
কার বিল হয় কে চোকায় ভ্রমণ নেশা মানি।
হাওয়া গাড়ি চড়ে যে জানি কেউকেটা সে
তল্লাশি করে আবার কে একি হয়রানি।
ছুটোছুটি করে যে গরমে কাহিল হবে সে
নেতা হবার দায় ঝেড়ে চলে না কাঁদুনি।
পাঁচ বছরের দাম এখন ঝরুক ঘাম মন মতন
সুদেআসলে খাম তখন হবে মোটা দামী।।