তপ্ত বাতাস প্রবল উত্তাল
উদ্দাম ঝড়ের গতি,
দুর্বার ভীষণ রুদ্র রূপে
ফুঁসছে যেন রাগে অতি।
বোশেখ বিকেলে ঈশান কোণে
জমলে কষ্ণ মেঘ রাশ,
কালবৈশাখীর করাল রূপের
পায় সবে পূর্বাভাস।
উড়িয়ে ধুলো আঁধার করে
ধরিত্রী জুড়ে দাপায়,
প্রচন্ড গর্জন যেন দৈত্য
হুঙ্কারে ধরিত্রী কাঁপায়।
ঝড়ের সাথে প্রবল বৃষ্টি
উথাল পাথাল বায়,
মেঘমন্দ্রিত, বিজলী সাথে ঝড়
কত মহীরুহ উপড়ায়!
কারও উড়ে চাল, দরমার ঘর
কালবৈশাখীর ঝড়ে,
তবু ধরিত্রী সিক্ত স্নিগ্ধ
জীবকুলে আনন্দে ভরে