কত শোভা ধরে আছে ধরা ভরে
চোখ ভরে যায় দেখে,
নভে মেঘে ভাসে চাঁদ তারা হাসে
রবি দেয় আলো মেখে।
পাখি বসে শাখে মধু স্বরে ডাকে
খোকা খুকু আঁখি মেলে,
বাগে ভরা ফুলে বসে অলি কুলে
মধু লুটে সুখে খেলে।
মাঠে সোনা ধানে মনে সুখ আনে
চাষী দলে মিলে কাটে,
ধানে বোঝা লয়ে হৃদে খুশি জয়ে
ফিরে চলে সবে বাটে।
মাঝি নদী জলে দাঁড় বেয়ে চলে
বর বধূ নায়ে বসে,
কত কথা বলে হেসে পড়ে ঢলে
লাজ মেখে মুখে রসে।
সাঁঝ হলে পড়ে বাতি জ্বলে ঘরে
শঙ্খ ধ্বনি মধু রবে,
ধরা ভরে শোভা মন করে লোভা
মাথা নত করি সবে।