সব রস গুলো চুষে খেলো শালা ঐ বড়লোক গুলো
ভাল লাগেনা আর বেঁচে থাকতে
পয়সা দিয়ে পাওয়া যায় মানবতা কিনতে,
মানবতারা দুর্বল হয়ে দাঁড়ায় ওদেরই আঙিনায়
বড় লোকের কৌশলী যাঁতাকলে জীবনটা আরও বেশি তেতো হয়ে ওঠে।
এখন আর বড় লোক দেখলে ওদেরকে মানুষ বলে গণ্য করতে মন চায় না
ওরা পয়সার বস্তায় শুয়ে শুয়ে একটা আস্ত শুয়োরে পরিণত হয়েছে
আমি চির অভিশাপের নির্ণেয় ক্ষেত্রফল
ছোট হতে হতে খুব ছোট হলেও এক্কেবারে ছোটলোক হয়ে যেতে পারিনি।
আজ মনে হয়; ছোটলোক হলেই ভালো হতো,
বড় লোক গুলোই ছোটলোক হয়ে গেল
ছোট লোকগুলোই বড়লোক হয়ে গেল।
আমার এই দারিদ্রতার মাঝে যেন আদর্শটুকু বেঁচে থাকে
আদর্শের চাষ করে হব আদর্শবান
আমার আদর্শের দর্শনে বড়লোক পিশাচ গুলোর হয় যদি সজাগ নিজ আত্ন জ্ঞান,
আমি তবু পারি না করিতে ওদের অপমান
ওদেরই চক্ষুতে হয় স্থির নিজ নিজ গ্রহের নিজ নিজ সম্মান।