বলতেই পারো সব বিদ্রোহ..
আমি জানি সবকিছু লাল নীল দ্রোহ…
বলতেই পারো শুধু জিজ্ঞাসা..
আমি জানি কেবল সে মৃতপ্রায় আশা…
বলতেই পারো সে বৃথা শোক..
আমি জানি বেহিসাবী বোবা ঝোঁক…
যদি বল দিশা ছুঁয়ে দিশাহীন..
তবে বলি আলেয়ায় জমা ঋণ…
যদি বল সব মিছে সব ভুল..
তবে জানি বোকা আমি নির্ভুল…
যদি বল সময়ের রেখাপাত…
বলে যাব সমারোহে আমি বাদ..।