কখনও ছিল না কেউ
এভাবেই অতিক্রম্য দিনরাত
এভাবেই নদীর স্বচ্ছজলে অবাধ সাঁতার
পথ বেয়ে চলমান অশরীরী খেলা
হারানোর দ্বিধা থেকে প্রস্ফুটিত নীরব-আঁধার
অপরূপ ধরে থাকে মাধবীলতার আসা যাওয়া
কতটুকু বিস্মরণ কতটুকু অতীত শিহর
মেঘ জানে, জানে আষাঢ়ের মেঘছায়া দিন
সব কাজ জীবনের যত আয়োজন ফিরে আসে
রেখে শুধু এইসব বেদনার ভাষা অমলিন।