ঋতু যেমন পাল্টায়,
তেমনই আমার সিদ্ধান্ত;
সিক্সথ সেন্সের প্রভাব বিকল-
শীতের ভোরে শিশিরের স্পর্শে,
কাঁটার অনুভব পাই;
লিখতে না পারার আক্ষেপ!
জাহাজ ভর্তি ছন্দহীন সৃষ্টি!
দিয়েছি বিদায়-
মাস্তুল পুড়িয়ে,
অন্ধকারে , অনেক দূরে
কাদম্বরীর কাছে বিন্দু যেমন,
আমার একআকাশ উপসংহার
ঠিক তেমনই আমার কাছে;
না! আমি দুর্যোধন নই,
শিশুপালও তো নই;
আমি আধুনিকা, ভাবগ্রাহী,
সময়কে খুন করি অকাজেই!