হলুদ পাখি গাছের শাখে
শিসের সাথে ডাকি,
বৌ কথা কও বলছে ডেকে
তোমায় দেবো ফাঁকি।
ফুলের গন্ধে আমোদিত
থোকায় থোকায় ফুটে,
চপল ঠোঁটে ধরে পোকা
খাচ্ছে সুখে খুঁটে।
মিষ্টি বাসে ভরে আকাশ
আমের বোলের গন্ধে,
প্রজাপতি বেড়ায় উড়ে
পাখা খোলা বন্ধে।
দখিন বাতাস দেয় যে দোলা
শিমুল পলাশ বনে,
চাঁদের জোছনা উছলে পড়ে
পাগল প্রেমীর মনে।
বসন্ত বৌ ডাকে জোরে
দোসর খোঁজে তবে,
মধুমাসে থাকো সুখে
দোঁহে ডাকো রবে।