আকাশ আমায় ডাকলো কাছে
শেখায় উদার মনা;
বৃষ্টি হয়ে পড়বে ঝরে
দেশের কোণা কোণা।
বাতাস কানে মন্ত্র দিলো
আমার সাথে ভাসো;
চলার পথে বাড়াও গতি
সময় করে হাসো।
পাহাড় শেখায় কঠিন হতে
বজ্র কঠিন শিক্ষা;
তোমার কর্মে তোমার ধর্মে
নেবো তব দীক্ষা।
ঝর্ণা নদী বইছে ধারায়
কুলু কুলু শব্দে;
সহিষ্ণুতা শিখতে হবে
রাখো রিপু জব্দে।
ফুলে ফলে ভরা পৃথ্বী
ভরে নিয়ো জীবন,
দানে ধ্যানে জপে তপে
কাটাও হেথায় ভুবন।