মানুষ তুমি সভ্য কেন হলে
হলে যখন তোমার মান ও হুঁশ কোথায়
কোথায় লুপ্ত হয়েছে তোমার মানবিক বোধ
বোধ শক্তি হারিয়ে আচরণ দেখি হিংস্র পশুর
পশুর মত অনায়াসে ছিঁড়ে ফেলছ মানব শরীর
শরীর যখন নগ্ন থাকত তখন কিন্তু বর্বরতা ছিল না
না তোমরা সভ্য হয়েই দেখছি হয়েছ অমানুষ
অমানুষ বলেই তোমাদের মুখের আড়ালে শয়তানের মুখোশ
মুখোশ খুলে মাঝে মাঝে বেরিয়ে আসে হিংস্র লোলুপতা
লোলুপতা ধ্বংস করে দিচ্ছে সবার বর্তমান জীবন
জীবন প্রতি মুহূর্তে ছটফট করে অজানা এক আশঙ্কায়
আশঙ্কায় প্রহর গোণে কখন কি হয় যদি
যদি সেই সময় আবির্ভূত হয় কোনো দেবদূতের
দেবদূতের ছোঁয়াতেই যদি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে একটু
একটু তোমার সাহায্য পেলে “সগর্বে বলি প্রণাম দেব মানুষ”।