অবশেষে শেষ ধাপে পৌঁছে নিজেকেই সঁপে দিলাম অনিশ্চিতের হাতে,
হৃদয়কে দেউলিয়া ঘোষণা করতেই অসংখ্য ক্রেতার ভিড়!
শেয়ার বাজারের সূচকের মতো ছুটে চললো উল্কার বেগে,
অবিশ্বাস্য চোখে চেয়ে দেখছি ভালোবাসার ঊর্ধ্বমুখী স্রোত!
এতদিন শুধু পসরা সাজিয়ে অপেক্ষা করেছি প্রিয় আগমনের,
বারবার পরিবর্তিত হয়েছে ঋতূচক্র শিমুল পলাশের বনপথে!
হারানো সময় হঠাৎই আজ সাদরে বরণ করে নিতে দরজায় অপেক্ষারত।।