ওই দেখো চেয়ে দূরের ওই নীল আকাশ ছুঁয়ে বলাকারা যায় উড়ে।
আমিও তোমার থেকে দূরে যাবো চলে সাত সমুদ্র তেরো নদীর পাড়ে কোন এক রূপকথার দেশে!
তুমি বলেছিলে,ধর যদি কথা না বলি,
থাকি যদি কিছুদিন চুপটি করে,
কখনও ভুল বুঝিস না
যেন তুই আমার এই আমি টা কে!
শুনতেই ভেজা চোখের স্বচ্ছ জল ছলছল!
আকাশের বুকে উড়ো মেঘ যায় যে বলে,
দূরে থাকলে ভালোবাসা বাড়ায়!
না কি দূরে যাবার বাহানা বানায় !
ধর তুমি যদি হও রাতের আকাশ।
আর আমি তখন তোমার বুকে মিষ্টি হাসির চাঁদ !
তবুও তুমি আকাশ হয়ে ছুঁয়ে দিতে পারো না
তোমার প্রেয়সী চাঁদ কে!
আবার তুমি যখন হও নদী,
আমি তখন সেই নদীর বুকে বয়ে চলা অবাক জলরাশি।
তোমার ভিতরেই আমি অবগাহন করি।
“ডুবে ডুবে ভালোবাসি। তুমি না বাসলেও আমি বাসি।”
দূরত্ব ভালোবাসা বাড়ায় কমায় না। অনেক দূরে থেকেও সাথে থাকা যায়,
যদি মন টা থাকে ছুঁয়ে ছুঁয়ে তোমার আমার অন্তর জুড়ে!