তুমি আকাশ ছুঁয়েছো,
হাতের মুঠোয় করে নিয়েছো আকাশটাকে।
আমি পৃথিবীর নরম মাটিতে দাঁড়িয়ে দুহাত বাড়িয়েছি কতবার !
আর আরো বেশি করে গেঁথে গেছি মাটিতে।
শুধু তাকিয়ে দেখি ঐ সুবিশাল নীলাকাশ
আর খুঁজে মরি পৃথিবীর প্রান্ত যেখানে আকাশ মাটির মিলন ঘটেছে।
ছুঁয়ে দেখার ইচ্ছা নিয়ে ছুটে চলেছি,
কিন্তু ছুটেই চলেছি অনন্ত কাল ধরে !
আজও খুঁজে পেলাম না,
অধরাই থেকে গেল আকাশটা আমার কাছে।
তবু থেমে যায় নি আমার ছুটে চলা,
হয়তো একদিন ঠিক ছুঁতে পারবো,
তখন হাতের মুঠোয় নয় হাতের স্পর্শে থাকবে আমার চির আকাঙ্ক্ষিত ঐ নীলাকাশ।
সেদিন হয়তো তোমার আমার দূরত্বের অবসান ঘটবে।