হাঁটতে হাঁটতে হাঁটতে পায়ে ফোস্কা নিয়ে
হাঁপিয়ে উঠলাম ভাই,
গাছের ছায়া সুখের ছোঁয়া না হয়ে
আরাম দিল অল্পই,
তা বলে দুঃখকে শত্রু ভেবে হই নি কাঙাল,
জামিন নিয়ে আসামীকে ধন্য করলো সুখ-ই।
অনেক ঝড় আসে, অনেক ইচ্ছা ধুয়ে যায়
মরণের তবু বন্ধু হতে কখনো রাজী নই
ভালবেসে হাঁপানি হলে দুঃসময়ের ঘন্টা বাজে,
নরক থেকে নেমে কোথায় গেল মই?
তন্নতন্ন খুঁজি গহন মনের স্বপ্ন
উপায় একটা হাতে এলে দেশান্তরে যাই,
বসন্ত ঠিক শিহরণের ধারটি দেখায় প্রায়ই
অমাবস্যায় চাঁদের শোভা হঠাৎ দেখতে পাই।