দুর্গাপুজোয় মেতে’সবাই দুঃখ ভুলে থাকি,
ধনী-গরীব একাকার সব, বাজনা বাজায় ঢাকি!
বর্ণে বর্ণে সন্ধি এমন, প্রীতির মিলন ডালা,
রঙে রঙে রঙের মেলা বিচিত্র এক মালা।
কত রঙয়ের আলোর মালায় ভুবন হলো আলা,
নানান সুরের ঐকতানে লাগে-কানে তালা।
দশভুজার ঘটের ওপর ওই যে শাড়িখানা,
সিরাজুলের তাতে বোনা ক’জনের তা জানা!
নানা ভাষা নানা মতের কতই ব্যবসাদার,
এমনি করে মায়ের পুজোয় সবাই যেঅংশীদার।
দেখতে ঠাকুর নানা জাতের, নানা ভাই প্যাসেঞ্জার,
একই গাড়ির যাত্রী সবাই, কিন্তু একজনই-ড্রাইভার।
হরেক পোশাক হরেক সাজের বিচিত্রএ বাহার,
জাতি-ধর্ম নির্বিশেষে বাংলার শারদ উপহার।
চালচিত্র নয় ,বুকের মধ্যে এক-মানচিত্র আঁকি,
শারদোৎসব মহামিলন মহাভারত নাকি!