জীবনের ভৈঁরো ভোর ভেলা বড় হতে হতে
কখন যে ছোট হয়ে রাতের জাহাজ জলে
উবু হয়ে ভাসে , জানার আগেই ফের
ফিরে আসি চক্রাকার চড়কের কালরুদ্র কোলে ।
জীবন তো স্মৃতির জমানো জলে পারাপার সেতু !
জীবন কোর্সের প্রতিটি পরীক্ষা একবারই ।
এর কোনও শাখা নেই , অপশন নেই ,
প্রতিযোগী নেই , বাইপাস নেই ।
পৃথিবীর দুরূহতম কবিতার দুর্ভেদ্য দুর্গের জালে
তবুও স্বেচ্ছায় জীবনের মৃত্যুহীন মাঞ্জা লাগাই ।
কেননা , একমাত্র নিদ্রাবন্দী সুরেলা স্বপ্নই জানে
স্বেচ্ছাবন্দী সুখ কাকে বলে ।