চপল মতি শিশু অতি
খেয়াল খুশির মনে,
দেখে পাখি মুগ্ধ আঁখি
গাছে চড়ার সনে।
ছোট্ট শালুক বলছে আলোক
গাছের নিচে দাঁড়া,
দেখিস ঠিক উঠবো সঠিক
হাতে দিয়ে পারা।
সুন্দর জুটি পাখি দু’টি
রাখবো আদর করে,
মটর ছোলা দেবে ভোলা
খাঁচার মাঝে ভরে।
পড়বো যখন দেখিস তখন
শিখবে কথা কত,
শুনবে যাহা বলবে তাহা
লক্ষ্মী সোনার মত।
রাধে রাধে গলা সাধে
ঠাম্মা সকাল – সাঁঝে ,
নিত্যি শুনে রাধে রাধে
পাখির কণ্ঠেও সাজে।