সাবধানেতে চলো পথিক,পথ যে বড়ই পিছল,
রাত্রি মেঘের হুঙ্কারে যে জল উঠছে উছল!
ব্যোমের বুকে মেঘে মেঘে যুদ্ধ মাতোয়ারা,
ধরিত্রীমার সৃষ্টি বিলোপ,তাই সে দিশাহারা!
নদী-নালা টইটম্বুর,খাদের মাটি আলগা,
সাবধানেতে চলো পথিক,চেপে ধরো বল্গা!
ভয় পেয়োনা ওগো পথিক,ঝড়-ঝঞ্ঝার ঝাপটাতে,
দোসর তোমার মনের সাহস,পারবে তাকে আটকাতে!
অসীম পথের যাত্রী তুমি,পার করবে পারাবার,
লক্ষ্য তোমার ধ্রুব হলে,ভয় কিছু নেই হারাবার!
হোক না পথ যতই পিছল,সাহস যোগাও মনটাতে,
আঁকড়ে ধরো পায়ের মাটি,বিচল গতি আটকাতে!
মনোবলের মনে ঢুকে দূর করো সব শঙ্কা,
হৃদয় তোমার উঠবে হেসে,বাজবে খুশির ডঙ্কা!
আছড়ে পড়ে,উঠতে শিখে,সামনে বাড়াও জীবন-রথ,
পার হবে গো এভাবেতেই জীবনের এই দীঘল পথ!