আধপোড়া এক বিকেল সোজাসুজি
আষ্টেপৃষ্ঠে ছুঁয়ে আছে নীল
রাতের ফাঁকে একলাচলা বাঁশি
জড়িয়ে থাকে ঘুমের অধিবাস।
চাঁদের কাছে হরেক অভিযোগ
কাল্পুরুষের উলঙ্গ সংবাদ
ফুল ফুটেছে হাসির আঙিনায়
জোছনা দিয়ে উঠোন লেপা হোক
গোবর হাসে ঘুঁটের দেয়াল জুড়ে
দাঁড়িয়ে আছে একলা একা নদী
দাঁতের মর্ম বুঝতে বুঝতে মাড়ি
জানবে ভাতের বয়স হল কত।
কোকিল তার চিল চিৎকার সুর
কাকের কাছে ইজারা দিয়ে হাসে
নিমের গাছে শ্মশান অবিকল
মায়ের স্তনে শিশুর আদিখ্যেতা
আমার এখন সকাল সন্ধে নেই
রাত্রি আছে অল্প অল্প কাঁপা
থমকে আছে অযুত নিযুত বয়স
দিনের থেকে একটু দূরদেশে…