ভাসমান বয়ার ওপর জীবনখানা
হেলছে , দুলছে, কাঁপছে,
‘হেই সামাল হো ‘ প্রবল চিৎকারে কারোর কারোর নাভিশ্বাস রকেটের মতন উঠছে, নামছে।
নামতে নামতে স্নায়ুর ভেতর
ঝড়ের দাপট উধাও!
এখন স্বাহার কাছে বন্ধকী মগজে
সত্যি সত্যি হাপিশ দাউদাউ।
সাপে-নেউলের বিষম বিবাদ
ফুৎকারে দিই উড়িয়ে,
মাটি কামড়ে পড়ে থাকা
হৃদয়ের মধ্যিখানে
দুখের গাছটি দিলাম মুড়িয়ে।