মৃত্যু অতীত আমার বাসায়
তোমরা চড়াও হয়ো –
যা আছে বদ্ধ, বন্ধ তালায়
তা সে পুরো খুলে দিয়ো!
ছড়িয়ে দিয়ো গো স্বপ্ন আমার
সেই শিক্ষক কূলে
আদর্শ যারা রাখবে বলেই
সংসার গেছে ভুলে!
বিলিয়ে দিয়ো হে স্বপ্ন আমার
সে সকল কবিগণে
নামী দামী সব সম্পাদকরা
দিয়েছেন তুলোধুনে।
চরম অপমান যারাই সয়েছে
কবিতা ছাপার আশে?
জানিয়ো তাদেরই, আমার আত্মা
থাকবে তাদেরই পাশে!
কল্পনা যারা হারিয়ে ফেলেছে
জীবনেতে আশাহত
আমার শব্দেছন্দে আশায়
ভরিও যে শতশত।
ভুলেছে হা যারা স্বপ্ন দেখতে
আপোষ পেটের সাথে –
আমার প্রেরণাটুকুই তাদের
রাখুক যে দুধেভাতে!
কিছু রঙ আছে পড়ারই টেবিলে,
না ধোয়া সে কিছু তুলি
সেই রঙেতেই রাঙা করে তুলো
ফুটিয়ে নতুন কলি!
রঙিন কোরো গো সে রঙ দিয়েই
সেই বিধবারই শাড়ি
বর্ডারে যার, লড়াইতে স্বামী
আমাদের গেছে ছাড়ি!
আমার প্রতিটি অশ্রুবিন্দু
রক্তবীজের মত,
কবিদের হোক নতুন জনম
দলে দলে শতশত!
আমার সকল শিক্ষা বিলিও
অনাথ শিশুর মাঝে,
তাদের হাসির চেয়ে সুন্দর
জগতে কী আর আছে?
আমার পাগল আদর্শ দাও
আজ এ যুবশক্তিরে
বিপ্লব যেন আবার আনে তারা
নবজাগরণ ভীড়ে!
আমার সকল সহানুভূতি গো
থাকুক সাধক সাথে
সংসার ত্যাজি আছেন হে যারা
শান্তিদৌত্য খাতে!
রইলো যা বাকি কেবল আমার
নিজ ঈর্ষা ও ক্রোধ,
লোভ ও সকল মিথ্যা দর্প
অন্যায় অনুরোধ
আমার ব্যক্তিস্বার্থপরতা
পরতে পরতে যা
ছিলো, তাই দিয়ো চিতায় আমার
ছাই হোক পুরোটা তা!