Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আমাদের মেইল করুন - banglasahitya10@gmail.com or, contact@banglasahitya.net অথবা সরাসরি আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » দলে দলে || Malay Roychoudhury

দলে দলে || Malay Roychoudhury

সব দেশেই বিপ্লবীর জলপাই পোশাকে অস্ত্রধারী দল আছে
চোরাচালান হয়ে আসে বোমা বারুদ কালাশনিকভ
একদল আরেকদলের লোকেদের খুন করে জয়ধ্বনি দেয়
তুলে নিয়ে যায় আরেকদলের নারীদের ধর্ষণ করে
বিক্রি করে হাতবদল হয় শেকলে বেঁধে নিয়ে যায়
ঘরবাড়ি জ্বালিয়ে দলবেঁধে উল্লাস করে সবায়েরই
আছে বিপ্লবের তত্ব, এক দলের তত্বের আরেক কাঠি ওপরে
আল-কায়দা, আল-শবাব, আনসারাল শারিয়া, ইমাম শামিল
খোরসান গোষ্ঠী, আইসিস, আবু সায়াফ, বোকো হারাম,
জুনুদ উল খালিফা-এ-হিন্দ, মুজাহাদিন শুরা, আনসার খালিফা
জামাত আল জিহাদ আল ইসলামি, জামিয়া ইসলামিয়া,
কুর্দিস্তান ওয়কর্স পার্টি, লর্ড রেজিস্ট্যান্স আর্মি, তালিবান,
হেজ্বে ইসলামি গুলবুদিন, ফিদাই মাহাজ, সালাফি জিহাদি,
মাগরিব কায়দা, হাককানি বিপ্লবী, কাবিন্দা ফ্লেক, মাপুচে,
অ্যান্টি বালাকা, কোওরদিনাদোরা আরাউকো-মালেকো,
জিনজিয়াং স্বাধীনতা সংগ্রাম, তুর্কিস্তান ইসলামি বিপ্লব,
ব্ল্যাক ইগলস অব কোলোমবিয়া, গাইতানিসতাস, ইএলএন,
ইপিএল, ফার্ক, ইতুরি বিপ্লব, কাটাঙ্গা বিপ্লব, কিভু বিপ্লব,
কামউইনা নাসাপু বিপ্লব, এম সাতাশ, মাই-মাই, রুদ-উরুনানা,
নিয়াতুরা, এফডিএলআর, মাই মাই শেকা, মাই মাই ইয়াকুটিমবা,
রাইয়া মুটোমবোকি, এফএনআই, এফআরপিআই, এফপিজেসি,
মাই মাই ইয়াকুটিম্বা, মাই মাই গেদেঅন, কোরাক, সিপিকে, নালু,
কামউইনা নাসাপু মিলিশিয়া, বুন্দু দিয়া কঙ্গো, আল ফুকরান ব্রিগেড,
আনসার আল শারিয়া, ইজিপশিয়ান ইসলামিক জিহাদ, হাসম বিপ্লব,
এরিট্রিয়া ডেমোক্র্যাটিক ফ্রন্ট, এরিট্রিয়ান কুনামা লিবারেশন,
ইথিয়োপিয়ান পিপলস ফ্রন্ট, ওরোমিয়া লিবারেশন ফ্রন্ট, ওগাডেন
ন্যাশানাল ফ্রন্ট, ওরোমো লিবারেশন ফ্রন্ট, সিদামা লিবারেশান ফ্রন্ট,
ব্ল্যাক স্টার অব গ্রিস, কমিউনিস্ট পার্টি মার্কসিস্ট, হরকত অল
মুজাহাদিন, হিজবুল মুজাহাদিন, জয়েশে মোহম্মদ, খালিস্তান কমান্ডো
ফোর্স, লশকরে তৈয়াবা, সিমি, জেমা ইসলামিয়া, মার্কসিস্ট-লেনিনিস্ট
মাওইস্ট পার্টি অফ ইরান, কুর্দিস্তান পার্টি অব ইরান, জুন্দুল্লাহ, কুর্দিস্তান
ফ্রিডাম পার্টি, ইসলামিক মার্কসিস্ট পার্টি অফ ইরান, হেজবোল্লাহ,
আল নুসরা, মাওইস্ট আর্মি অফ মেহিকো, নিওজাপাটিসমো, রেনামো
অফ মোজামবিক, নাইজার ডেল্টা অ্যাভেঞ্জার্স, বায়াফ্রা অ্যাভেঞ্জার্স
বালোচ রিপাবলিকান আর্মি, সিপাহে সাহাবা দেওবন্দি, শাইনিঙ পাথ
অব পেরু, বিপ্লব চলতেই থাকে চলতেই থাকবে খুনোখুনি ধর্ষণ
রঙিন ঝাণ্ডা, গরু-ছাগলের সঙ্গে নারীদের তুলে নিয়ে যাবার বিপ্লব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *