জানি হয়তো আর দেখা হবে না,
তোর ভালোবাসায় পুড়েছি দিবারাত্র।
দুচোখে স্বপ্নের আজ ভরাডুবি।
আবেগ জর্জরিত।
ভালোবেসেছি তোকে,
পুড়েছি অবহেলায়।
কখন জানিনা আমার নরম দিকটা পুড়ে গেছে।
আজ আমি খাঁটি সোনা।
শুভেচ্ছা তোকে,
ভালোবেসে নয়,
অবহেলায় দামী করেছিস আমাকে।