আশির দশক বলে আলাদা করি না—যারা গেছে
তারা গেছে, তাদের দু’লক্ষ ভাই যেন ভাল থাকে।
আশির দশক বলে আলাদা করি না; তবু শুনি
ছেলেরা প্রস্তুত; শুনি ই.এফ.আর. নেমেছে জেলায়।
আশির দশক বলে আলাদা করি না; ট্রাউজার
নদীতে ভাসছে; পাড়ে ভ্যান, ভিড়; যার গেল, গেল
চূড়া থেকে দেখি সার সার জিপ শহরে ঢুকছে
আমি থাকব না জেনো, থাকবে না আশির দশক।