তোমার স্পর্শ যদি,
মৃত্যু খাদের কিনারা দেয়,দিক না!
তবু তোমাকে ছুঁয়েই অপার শান্তি !
মৃত্যূর হিম শীতলতার কড়া চাহনি ,
শিখিয়েছে অনেক কিছুই ।
জীবন লব্ধ মনি মানিক্য কেড়ে নেবার ভ্রুকুটি ,লাল চোখের অনুশাসন কিছুই পরোয়া না করে ভরসার পথ চলেছি শুধু।
সেই তুমিই পাশা উল্টে অন্য রূপে আবির্ভূতা।
পাল্টে যাবার পাঠ শেখাতো, তোমার আশ্বাস বাণী!
জানিনা পারিপার্শ্বিক চাপে বাধ্য ,না গহন মনে অবহেলার তত্ত্বকেই সুপ্রতিষ্ঠা করে
আদতে সরে যাবার ইঙ্গিতে মুক্ত বিহঙ্গ ।
প্রাপ্তির ভাঁড়ার পূরণের আগে ,
তোমার ধীর্ঘশ্বাসে নিভলো পিদিম !
নীল বন্ধ খামে কলিজা ভরে ,
ডাক নিতে হাঁক দেয় দখিনা বাতাস গুঞ্জন।
আর মৃত্যু খাদ নয়,মনোরম দূরের ঝরনার অপরূপতার ভেষজ প্রলেপ বাঁচার স্বপ্ন দেখায়।