আমার হয়তো এখনই সময় ছিল
সম্পূর্ন অচেনা হয়েও তোমার কাছে আসা..!
তবু সত্যি অবাক লাগে এটা ভেবে যে ,
পূর্ব নির্ধারিত এ মাহেন্দ্র ক্ষণ ছিল ভবিতব্য!
নাহলে কিভাবে হয় আচমকা তোমার সঙ্গে দেখা!
এই সেদিনও যাকে জানতাম না,চিনতাম না,
নাম পর্যন্ত শুনিনি,শোনার অবকাশও ছিল না!
অথচ সৃষ্টিকর্তার কি আশ্চর্য্য মহিমা গুণে মিশে ,
ভেসে গেলাম বন্ধুত্বের নির্ভেজাল আকর্ষণে।
দূরে গিয়েও ছুঁয়ে ছুঁয়ে কাছে থাকার অনুভব,
উন্মাদনায় ভাবুক হওয়ার পরিতৃপ্তি ,
লাজুক হাসিতে হারিয়ে যাওয়া নিজেকেই
প্রশ্ন করি, এই কি তবে ভালোবাসা?এতকাল ব্যস্ততায় হৃদয় চুপিসাড়ে যা দমিয়ে রেখেছে!
ভেঙে গেছে আজ সন্ন্যাস ব্রত তোমার আগমনে,
না পাওয়ার মধ্যেই এখন কল্পনায় বহুবার ছুঁয়ে আসা আমার আঙুল স্পর্শে সতেজ হয় তোমার বৈরাগী ওষ্ঠ!
বাঁধ ভাঙা অপেক্ষারা দল বেঁধে তোলে
শরীরময় বারে বারে বিদ্যুৎ শিহরণ!
উগড়ে দেয় যা কিছু সংকোচ,না পাওয়ার বেদনা।
পাশে থাকা অনুভবই বুঝি বিশুদ্ধ প্রেমের সংজ্ঞা!
আবদার ,চাওয়া পাওয়ার অভিমানী মেঘ ছুঁয়ে অবিশ্রান্ত বৃষ্টি,ভেজায় উত্তাল মন,
আকাঙ্খার তীব্র দহন জ্বালা প্রশমিত হয় আলিঙ্গনে,
কেঁপে ওঠা দু জোড়া চাতক ওষ্ঠ শরীরী সন্তরণে খুঁজে পেতে চায় বেঁচে থাকার আদি রহস্য।
মন সমুদ্রে ওঠা তৃপ্তির বুদ্বুদে প্রশান্তির আল্পনায়
অপরূপ না পলক পড়া দৃষ্টিতে দৃঢ় হোক
এভাবেই আমাদের সম্পর্কের অটুট সাম্রাজ্য।