তোমার পৃথিবী অনেক দামি
আমার পৃথিবী থেকে,
আমার পৃথিবী ভীষণ একা,
তোমার পৃথিবী আছে স্তাবকতায় ঢেকে।
আমার পৃথিবী আবেগেমোড়া
কর্মব্যস্ত জীবন
তোমার পৃথিবী সমৃদ্ধ তবু
সাজানো এক মরণ।
তোমার পৃথিবী অনেক দামি
আমার পৃথিবী থেকে,
আমার পৃথিবী ভীষণ একা,
তোমার পৃথিবী আছে স্তাবকতায় ঢেকে।
আমার পৃথিবী আবেগেমোড়া
কর্মব্যস্ত জীবন
তোমার পৃথিবী সমৃদ্ধ তবু
সাজানো এক মরণ।