তোমার দু’চোখে আমি যে দেখেছি
নীল সাগরের ঢেউ
তোমার মুখেতে আমি যা দেখেছি
আর দেখেনি তা কেউ
তোমার বুকের জমানো মধুতে
আমি হই মধুক্ষরা
তোমার গায়ের এলাচ গন্ধে
আমি হই দিশেহারা
তোমাকে পেলেই জ্যোৎস্নার কাছে চিঠি দেব নীল খামে
তোমাকে পেলেই ভৈরো বাজাবো নিশীথে মধ্যযামে
তোমাকে না পেলে___
বন্দর থেকে শেষ জাহাজকে ছেরে যেতে দেব না
তোমাকে না পেলে___
সাহারা মরুতে গোলাপের চারা পুততে দেব না
বিরহকে ডেকে প্রেমের ঝুলি ভরে দেব একেবারে।
তোমাকে না পেলে_____