পাহাড় তোমায় ভালোবাসি
তুষার মৌলি তুমি,
সবুজ শ্যামল বনানীতে
ছেয়ে গাত্র ভূমি।
ভোর বিহানে উঠলে রবি
সোনার থালা মত,
কি অপরূপ প্রভা ছড়ায়
দেখি অবিরত।
পাকদন্ডী পথ কত শত
তোমার গাত্র জুড়ে,
পর্যটকের ভিড় জমে যায়
তোমায় দেখার তরে।
বক্ষ চিরে ঝরনা ধারা
জলপ্রপাত হয়ে,
গর্জে পড়ে সমতলে
চলে উচ্ছ্বল বয়ে।
মেঘ ছুঁয়ে যায় চূড়া তোমার
কুয়াশায় যায় ঢেকে,
বৃষ্টি হয়ে পড়ে ঝরে
তোমার সোহাগ মেখে।
লেক ও মন্দির ফুল তরুতে
তোমার অতুল সাজে,
মন ভরে যায় মোহিত ছোঁয়ায়
হৃদ খুশিতে রাজে।