হৃদয় জুড়ে তোমার ছবি
ভীষন একা লাগে,
তোমায় ছাড়া শূন্য ভুবন
জ্বলছি দহন রাগে।
শতেক স্মৃতি মধুর গীতি
মনে পড়লে কাঁদি,
রাতের চোখে ঘুম আসেনা
কেমনে বুক বাঁধি?
যেদিকে চাই দেখতে যে পাই
তোমার স্মৃতি রাশে,
নেইযে তুমি শূন্য ভূমি
মনের শান্তি নাশে।
আমায় ফেলে যেথায় গেলে
আছো কি গো সুখে?
তুমি ছাড়া ছন্নছাড়া
মরছি কেঁদে দুখে।
রাত আকাশে তারার পাশে
খুঁজে বেড়ায় আঁখি,
ভালো থেকো সুখে থেকো
আমার জীবন পাখি!