তালের পাখা পরম সখা
হাত ঘুরিয়ে চলে,
কষ্ট করলে বাতাস পাবে
বিদ্বজনে বলে।
হাতপাখাটা মেলায় গেলে
এখনো যে খুঁজি,
লোডশেডিং এ তালের পাখার
মাহাত্ম্যটা বুঝি।
গরিব লোকের সুখের স্বর্গ
বিদ্যুৎ নেইতো ঘরে,
তালপাখাটা জীবন যুদ্ধে
সমান তালে লড়ে।
গ্রামাঞ্চলে হাতপাখাটা
নিত্য সঙ্গী বলে,
মিষ্টি মধুর হাওয়ার সঙ্গে
পথে ঘাটে চলে।