রাতের মোহময়ী নিস্তব্ধতা,
একাকী চাঁদ আকাশের
বুক কর্ষণ করে চলেছে,
রপ্ত করে চলেছে বীজ,
রাশি রাশি ফুল ফুটিয়েছে যত্রতত্র।
তারা হয়ে বুঝি দেখা দেয় দূর সীমানায়।
সারারাত চলে ফুল ফোটানোর খেলা,
রাত শেষ, আরমোরা ভাঙে সূর্য।
আলতো হাতে চাঁদ তারার ফুলগুলো
মুঠো মুঠো ছড়িয়ে দেয়
ধরার বুকে সবুজ গাছের মাঝে।
সূর্যের আলোর সাথে সাথে তারাও
উঁকি দেয় সবুজ পাতার আনাচে কানাচে।