অমিল
দেওয়াল
রক্ত
যুদ্ধ
বহু পথ
পার হয়ে সন্ধ্যা নেমে আসে
একমাথা এলোমেলো
কালো চুল নিয়ে
হাত বুলিয়ে দিই সযত্নে
পাশে রাখি
জুঁই বেলি কেতকী
হাতে দিই-
জীবনান্দ শরৎচন্দ্র রবীন্দ্রনাথ
তার ভুরু থেকে
চিন্তার ভাঁজ খসে পড়লেই
গা থেকে শশ্মানের গন্ধ
উবে গেলেই
আবার মন দিই কবিতাই