উড়ে এলেই কি জুড়ে বসা যায় !
অপেক্ষার শব্দরোমে লেপ্টে থাকা চায় ।
বরফ কখন আগুন হবে
আর আগুনেরা বরফের চাঁই ,
নাড়ি -জল মাপা শুধু
আঁটি -তলে উভচর কখন কিভাবে মারে ঘাই ।
সময়ের অসময়ে বৌদ্ধিক নীরবতা
এক সাড়ে তিন হাত অহিংস কৃপাণ ,
বিরুদ্ধ স্বরের সুর বারবার বিলম্বিত
ভেঙ্গে খান খান ।
তবুও তবুও চিঠি আহত ফসলে
পাঠায় আলোর দানা গুপ্ত আঁচলে ।