প্রথম ডাক্তার বললেন :‘আপনার বেবি তাহলে মাসে পড়লো
ডিম সেদ্ধ করে হলুদ কুসুম খেতে দেবেন’।
দ্বিতীয় ডাক্তার ভালো করে ওজন নিয়ে শান্ত স্বরে বললেন :
‘ডিমের যে অংশটা শাদা, প্রতিদিন দুচামচ করে খাওয়াবেন’ ।
প্রথম ডাক্তার বললেন :
‘ডিম সেদ্ধ করার নিয়ম আছে, গরম এক বাটি জলে
ডিমটা ছেড়ে দিয়ে তুলে নেবেন’।
দ্বিতীয় ডাক্তার বললেন :
‘ডিম সেদ্ধ করার নিয়ম আছে
দশ মিনিট ভালো করে ফোটাবেন’।
হামাগুড়ি দিয়ে উল্টোদিক থেকে ছুটে আসা
আমার ন মাসের পুত্রের দিকে
অসহায় তাকিয়েছিলাম,
সে আমাদের ভাষা বুঝতে শেখেনি, তবু বললাম :
ডিম সম্পর্কে মানবসভ্যতায় এখনো সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় নি
কিন্তু পরমুহূর্তেই আমার মনে হলো বাক্যটা ভুল
ডিম নয়, ডাক্তার সম্পর্কে মানবসভ্যতায় এখনো সঠিক সিদ্ধান্ত
আমরা নিতে পারি নি।